Advertisement
বিনোদন ডেস্ক : ৩০ আগস্ট মুক্তি পেয়েছে সাহো। মুক্তির দিনেই অনলাইনে ফাঁস হয়ে গেছে ‘সাহো’ সিনেমাটি। পাইরেসি ওয়েবসাইট তামিলরকারস ফাঁস করেছে ‘সাহো’ ছবিটি।
সিনেমা নির্মাতাদের জন্য তামিলরকারস একটি আতঙ্কের নাম। আর তার কারণ, কঠিন নিরাপত্তা থাকা সত্ত্বেও পুরো সিনেমা ফাঁস করে দেয় তারা। এবার তাদের পাইরেসির শিকার হয়েছে ‘সাহো।’ তামিলরকারসে ছবিটি ডাউনলোড করার লিঙ্ক পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটটি ব্লক করা হলেও অনেকেই প্রক্সি সার্ভার ব্যবহার করে ডাউনলোড করে নিচ্ছেন ‘সাহো’ ছবিটি।
প্রভাস, শ্রদ্ধা কাপুর, চাঙ্কি পান্ডে, নেইল নিতিন মুকেশ, মহেশ মাঞ্জরেকার সহ এক ঝাঁক তারকা অভিনয় করেছেন ‘সাহো’ ছবিতে। ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ তাই বেশি। মুক্তির প্রথম দিনে সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শক পছন্দ করেছে প্রভাস ও শ্রদ্ধার রসায়ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।