বিনোদন ডেস্ক: মুক্তির পঞ্চম দিনেও বক্স অফিস দখলে রেখেছে অয়ন মুখার্জি পরিচালিত ভারতের বিগ বাজেটের সুপারহিরো ফ্যান্টাসি মুভি ‘ব্রহ্মাস্ত্র’। চতুর্থ দিনের তুলনায় আয় কিছুটা কমলেও বক্স অফিসে শীর্ষস্থানেই আছে সিনেমাটি।
রণবীর কাপুর-আলিয়া ভাট অভিনীত ব্রহ্মাস্ত্র একটি দুর্দান্ত উদ্বোধনী সপ্তাহ কাটিয়েছে এবং গতকাল মঙ্গলবারের (১৩ সেপ্টেম্বর) পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছে। যদিও বলিউড হাঙ্গামা অনুসারে প্রথম মঙ্গলবার সিনেমাটির আয় ১৫ শতাংশ কমে গেছে।
প্রকাশনাটি জানিয়েছে যে ব্রহ্মাস্ত্র তার পঞ্চম দিনে প্রায় ১৩ কোটি রুপি উপার্জন করেছে, যার ফলে মোট আয় ১৫০ কোটি রুপির বেশি হয়েছে। সিনেমাটি ভারতে পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এবং এর দক্ষিণ সংস্করণ এখন পর্যন্ত ১৮ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে।
দীর্ঘমেয়াদে বক্স অফিস ধরে রেখে সিনেমাটি ভারতে ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকরা। বলিউডের আয়ের খড়া কাটিয়ে উঠতে সবচেয়ে বড় অস্ত্র হতে যাচ্ছে ব্রহ্মাস্ত্র, এমনটাই ধারণা সকলের।
গত ৯ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’। তিনটি পার্টে তৈরি হবে ‘ব্রহ্মাস্ত্র’। গত ৮ বছর ধরে এই সিনেমার উপর কাজ করছেন পরিচালক অয়ন মুখার্জি। রণবীর-আলিয়া ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়।
সূত্র : বলিউড হাঙ্গামা
সুনীল শেঠির পুত্রের প্রেমিকা রাত কাটিয়ে বেড়াচ্ছেন অন্য পুরুষদের সঙ্গে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।