মুক্তির পরই ‘ব্যাচেলর পয়েন্ট’র টাইটেল গান তুমুল ভাইরাল (ভিডিও)

বিনোদন ডেস্ক: ছোট পর্দায় অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‌‘ব্যাচেলর পয়েন্ট’র চতুর্থ মৌসুম প্রচারে আসছে আগামী ১১ মার্চ থেকে। এর আগেই নাটকটি নিয়ে শুরু হয়েছে মাতামাতি। গতকাল রবিবার নাটকের টাইটেল সং প্রকাশ করা হয় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। গানটি প্রকাশের মাত্র ৭ ঘণ্টায় ১০ লাখেরও বেশি দর্শক দেখেছেন। আজ সোমবার সকাল পর্যন্ত গানটির ভিউ ১৮ লাখ পেরিয়েছে। গানে বিভিন্ন লুকে দেখা গেছে জিয়াউল হক পলাশ, মনিরা মিঠু, মারজুক রাসেল, ফারিয়া শাহরিনসহ নাটকের অন্য শিল্পীদের।

নাটকটির নতুন সিজনের প্রথম পর্ব রাত ৮টা ২৫ মিনিটে প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে। এরপর ওই দিন রাত ৯টায় তা উন্মুক্ত হবে ইউটিউব প্লাটফর্ম ধ্রুব টিভিতে। সপ্তাহের প্রতি শুক্র, শনি ও রবিবার একই সময়ে নাটকটির নতুন পর্বগুলো প্রচার হতে থাকবে বলে জানিয়েছেন নির্মাতা।

আমার সবচেয়ে কাছের বন্ধুই আমার সঙ্গে বের হতে ভয় পায়: জাহ্নবী

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারী, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল প্রমুখ।

YouTube video player