বিনোদন ডেস্ক : বিশ্বব্যাপী মুক্তির এক দিন আগে ভারতে মুক্তিপ্রাপ্ত ডোয়াইন জনসনের ‘ব্ল্যাক অ্যাডাম’ বক্স অফিসে ভালো আয় দিয়ে যাত্রা শুরু করেছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে নন-হলিডে রিলিজ হওয়া সত্ত্বেও মুক্তির প্রথম দিনেই ছয় থেকে সাত কোটি রুপি আয় করেছে সিনেমাটি। তিনটি বড় মাল্টিপ্লেক্স চেইন থেকে মোট চার কোটি রুপির টিকিট বিক্রি করা হয়েছে।
যদিও ‘এমসিউ’-এর সিনেমাগুলোর তুলনায় এই আয় অনেকটাই পিছিয়ে।
এর কারণ হলো ‘ডিসি’ ভারতে তার দখল হারিয়েছে অনেক আগেই। ভারতে নিজেদের দর্শক বাজার পুনরুদ্ধার করতে তাদের সময় লাগবে বলেই মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।
ভারতে ডোয়াইন জনসনের বিশাল ফ্যানবেজ রয়েছে। এই তারকার যেকোনো সিনেমা ভারতে মুক্তি পেলে সেটি দারুণ ব্যাবসায়িক সাফল্য অর্জন করে। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমাটিও সেই পথেই হাঁটছে। ‘ব্ল্যাক অ্যাডাম’ ভারতে কোনো পরিচিত ‘সুপারহিরো’ নন; কিন্তু ডোয়াইন জনসনের তারকাখ্যাতি দর্শকদের ওপরে বিশাল প্রভাব ফেলেছে।
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত সুপারহিরো চলচ্চিত্র ‘দ্য ব্যাটম্যান’ ভারতে মুক্তির প্রথম দিনে প্রায় সাত কোটি রুপি আয় করেছিল। সেই অনুপাতে ব্ল্যাক অ্যাডামের প্রথম দিনের আয়কে যথেষ্ট ইতিবাচক হিসেবেই দেখছেন বক্স অফিস বিশ্লেষকরা। তবে ভারতে সিনেমাটির সামনের পথ কিছুটা কঠিন হবে বলেই ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা।
দীপাবলির পূর্ব মুহূর্তে ভারতে সিনেমায় আয় কিছুটা কম থাকে। এ ছাড়া দীপাবলিতে বিভিন্ন ভাষায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো এবং ছুটির দিন রবিবার ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচের প্রভাবে বক্স অফিসে বেশ বেগ পোহাতে হবে ‘ব্ল্যাক অ্যাডাম’কে, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা। সিনেমাটির দ্বিতীয় দিনের অগ্রিম বুকিং প্রথম দিনের তুলনায় কম বলেও জানা গেছে।
‘ব্ল্যাক অ্যাডাম’ হলো ওয়ার্নার ব্রাদার্স এবং নিউ লাইন সিনেমার চলচ্চিত্র ‘শাজাম’-এর স্পিন-অফ। চরিত্রটি প্রথম ১৯৪০-এর দশকে ডিসি কমিক্সে একজন ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছিল। কয়েক বছর পর ২০০০ সালে এটি অ্যান্টি-হিরো হিসেবে আবির্ভূত হয়।
‘জঙ্গল ক্রুজ’ পরিচালক জাউমে কোলেট সেরা পরিচালিত ও ডোয়াইন জনসন অভিনীত ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমাটিতে হকম্যানের চরিত্রে অ্যালডিস হজ, অ্যাটম স্ম্যাশারের চরিত্রে নোয়া সেন্টিনিও, সাইক্লোন চরিত্রে কুইন্টেসা সুইন্ডেল এবং ডক্টর ফেট চরিত্রে পিয়ার্স ব্রসনান অভিনয় করেছেন। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অ্যাডাম স্টাইকিয়েল, ররি হেইনস এবং সোহরাব নশিরভানি।
সূত্র : পিঙ্ক ভিলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।