মুক্তির ৫ দিনেই ধামাকা, নানির ‘দসরা’ ১০০ কোটি ছাড়াল

বিনোদন ডেস্ক: নানি (Nani) ও কীর্তি সুরেশ (Keerthy Suresh)অভিনীত ছবি ‘দসরা’ (Dasara) গত বৃহস্পতিবার অর্থাৎ ৩০ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। তেলেগু ভাষার এই ছবি মুক্তির প্রথম দিনেই বক্সঅফিসে দারুন সাড়া ফেলেছে।

ছবিটি পরিচালনা করেছেন শ্রীকান্ত ওডেলা। মুক্তির প্রথম দিনেই অপ্রতিরোধ্য নানির ‘দসরা’।

দর্শক চাহিদার জন্য ভোর ৫ টা থেকে শুরু করতে হয়েছিল প্রথম দিনের শো। বলি মুভি রিভিউ ডটকম জানিয়েছে ছবিটি শুধু ভারতে প্রথম দিন আয় করেছে ২৬ কোটি টাকা। আর বিশ্বব্যাপী আয় করেছিল ৩৮ কোটি টাকা।

চলতি বছরের তেলেগু ভাষার দশটি ছবি মুক্তি পেয়েছে। বিশ্বব্যাপী আয়ের দিক থেকে ‘দসরা’র স্থান তৃতীয়।

এখন জানা যাচ্ছে পাঁচদিনে বিশ্বব্যাপী নানির এই ছবি ১০০ কোটি টাকার বেশি আয় করেছে।অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘দসরা’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন নানি-কীর্তি।

আরো অভিনয় করেছেন— প্রকাশ রাজ, রাজেন্দ্র প্রসাদ, রোশান ম্যাথিউ, সাই কুমার, পুর্ণা প্রমুখ। বড় বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন শুদ্ধকর চেরুকুরি।

এক সিনেমায় ধামাকা নিয়ে হাজির হচ্ছেন হৃতিক ও জুনিয়র এনটিআর