বিনোদন ডেস্ক : ফিরছেন চুলবুল পান্ডে। অবশেষে সামনে এল ‘দাবাং ৩’এর মোশন পোস্টার। তাও আবার চারটি ভাষায়।
বুধবার প্রকাশিত হল বহু প্রতীক্ষিত ‘দাবাং ৩’এর মোশন পোস্টার। ২০১০ সালে অভিনব কাশ্যপের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘দাবাং’। জামার কলারে সানগ্লাস ঝুলিয়ে রাখা পুলিশ অফিসার চুলবুল পান্ডের সঙ্গে সেই প্রথম সাক্ষাৎ। গোটা ভারতে কার্যত ব্লকবাস্টার হয়েছিল সেই ছবি।
তারপর এল সিক্যুয়েল ‘দাবাং ২’। আরবাজ খানের পরিচালনায় এই ছবি মুক্তি পায় ২০১২ সালে। মারকাটারি অ্যাকশনের পাশাপাশি চুলবুল ও রাজ্জো’এর প্রেম আবারও জিতে নেয় ভারতীয় সিনে প্রেমীদের হৃদয়। তারপর সাত বছর পর আবার বড় পর্দায় আসতে চলেছে চুলবুল পান্ডে। এবার ছবির পরিচালনায় রয়েছেন প্রভু দেবা।
বুধবার, একসঙ্গে চারটি ভাষায় প্রকাশিত হল ছবির মোশন পোস্টার। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু ও কান্নড় ভাষাতেও মুক্তি পেয়েছে মোশন পোস্টারটি। আর চারটি ভাষাতেই সালমান খান নিজেই ডাবিংয়ের কাজটি সামলেছেন। মোশন পোস্টারটিতে ভাইজান তাঁর ভক্তদের উদ্দেশ্যে বলছেন, ”আমাকে স্বাগত তো জানাও”।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।