বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মুখমণ্ডল ও ত্বকের গঠন পরীক্ষায় নতুন থ্রিডি ক্যামেরা প্রযুক্তি নিয়ে কাজ করছে হুয়াওয়ে। সম্প্রতি প্রকাশিত পেটেন্ট থেকে এ তথ্য জানা গেছে। খবর গিজমোচায়না।
২০২১ সালের জুলাইয়ে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) সঙ্গে পেটেন্ট আবেদন করে চীনের প্রযুক্তি জায়ান্টটি। গত ২৭ জানুয়ারি লেটসগোডিজিটাল পেটেন্ট আবেদনের তথ্য প্রকাশ করে। ৪৩ পৃষ্ঠার পেটেন্ট আবেদনের নথিতে ট্রিপল ক্যামেরা সিস্টেমের কথা বলা হয়েছে, যার মাধ্যমে মুখ ও ত্বকের সঠিক পর্যবেক্ষণে থ্রিডি ছবি ধারণ করা যাবে।
পেটেন্টে প্রকাশিত তথ্যানুযায়ী, ডিভাইসে থাকা প্রথম ও দ্বিতীয় ক্যামেরা লম্বাভাবে বসানো হয়েছে। তৃতীয় ক্যামেরাটি আগের দুটির মাঝে বসানো হয়েছে এবং ক্যামেরা মডিউলের মাঝ বরাবর একটি বড় ডিসপ্লে দেয়া হয়েছে। তবে পেটেন্টের ছবি মূলত প্রযুক্তিটির বিষয়ে ধারণা প্রদানে দেয়া হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানটি ডিভাইসে ক্যামেরা স্থাপন করবে।
রেকর্ডিংয়ের সময় ব্যক্তির মুখমণ্ডলের পরিপূর্ণ থ্রিডি ছবি ধারণের জন্য ডিসপ্লেতে নির্দেশনাবলি দেখানো হবে। এর অংশ হিসেবে যার ছবি তোলা হবে, তাকে মাথা নাড়াতে হবে। মানুষের জন্য প্রযুক্তিটি তৈরি করা হলেও এটি কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীর মুখমণ্ডল শনাক্তে সক্ষম।
ছবি তোলার পর আউটপুটে লোমকূপ, চামড়ার ভাঁজ, ব্রণ, ব্ল্যাকহেডস, কালার স্পট, লাল অংশ, চোখের নিচের কালো দাগসহ বিভিন্ন বিষয়ের বিস্তারিত তথ্য দেবে। ব্যক্তির ত্বকের সমস্যা ও ধরন অনুযায়ী নির্ধারিত ব্যবস্থা ও পরামর্শও দেয়া হবে। কবে নাগাদ প্রযুক্তিটি উন্মুক্ত করা হবে, সে বিষয়ে হুয়াওয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।