
ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসান শরীফ জানান, বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরীব, অসহায় ও হতদরিদ্রদের ডোমরা দোকান ঘরের সামনে সারিবদ্ধ করে সরকারি বরাদ্ধের ত্রাণ বিতরণ করা হচ্ছিল। এসময় কয়েকজন র্দুবৃত্ত পিকআপ ভ্যানে এসে চাল ছিনিয়ে নিয়ে যায়। ত্রাণ বিতরণকালে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার উপস্থিত ছিলেন। দুর্বৃত্তরা অতর্কিত হানা দিয়ে কয়েক বস্তা চাল নিয়ে পালিয়ে যাওয়ার পরে চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে চাল কিনে বিতরণ করেন।
বালিগাঁও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার চাল ছিনতাইয়ের সত্যতা স্বীকার করেছেন। তবে কারা চাল ছিনিয়ে নিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি। সূত্র : সমকাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



