আন্তর্জাতিক ডেস্ক : ইরানের জেনারেল কাসেম সোলাইমানি হত্যার পর অস্থিতিশীল হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের শেয়ারবাজার।
এ হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক অস্থির করে তুলেছে। ধারাবাহিকভাবে কমছে বিভিন্ন জ্বালানি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
কমেছে সৌদি আরব, দুবাই, কাতার ও কুয়েতের শেয়ারবাজারের বিভিন্ন সূচকের পয়েন্ট। এর আগে ঘটনার পরপরই অস্থিতিশীল হয়ে পড়ে মার্কিন শেয়ারবাজার।
২০২০ সালের শুরুর দিকেই দরপতনের মুখে পড়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার।
মার্কিন কোনও প্রতিষ্ঠান বা ব্যক্তিকে নিশানা করলে ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালানো হবে বলে সরাসরি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উত্তেজনার পরিস্থিতির প্রভাব পড়েছে শেয়ারবাজারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।