আন্তর্জাতিক ডেস্ক : ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে ত্রিপুরা পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য জানিয়েছে।
ত্রিপুরা পুলিশের আইজি পুনীত রাস্তোগী জানিয়েছেন, উত্তর ত্রিপুরা জেলায় কর্মরত এক কনস্টেবলকে ফেসবুকে মুখ্যমন্ত্রীর ও তার পরিবার সম্পর্কে আপত্তিকর কথা পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আইজি জানিয়েছেন, ফেসবুকে উনি আপত্তিকর মন্তব্য আপলোড করেছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেফতারও করা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির নাম জামাল হুসেন। তবে পুলিশের আইজি গ্রেফতার ব্যক্তির পরিচয় জানাননি। গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের মামলা দায়ের করেছেন। মুখ্যমন্ত্রীর স্ত্রী নীতি দেব এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন সস্তা রাজনীতির জন্য নোংরা গুজব ছড়ানো হচ্ছে।
অনুপম পাল নামের এক ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। জালিয়াতি, মানহানি ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তবে ওই ব্যক্তি এখনও পলাতক। বেশ কয়েকবার তার বাড়িতে হানা দিয়েও তাকে গ্রেফতার করা যায়নি।
আইজি রাস্তোগি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ডিভোর্স নিয়ে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে একটি স্থানীয় ওয়েবসাইটের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। ওই ওয়েবসাইট বন্ধ করে দেয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশও দেয়া হয়েছে।
ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আওতায় একটি সাইবার সিকিউরিটি সেলও তৈরি হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
সাইবার অপরাধ বিষয়ে দেখভালের জন্য এই সেল তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন রাস্তোগি।
ইতিমধ্যে বিপ্লব দেব সস্ত্রীক ত্রিপুরায় ফিরে এসেছেন। তিনি বলেন, যারা তার পরিবারের বিরুদ্ধে গুজব রটিয়েছে ত্রিপুরার মানুষ তাদের বিচার করবেন।
গত মার্চ মাসে ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বিজেপি-আইপিএফটি সরকার ত্রিপুরায় ক্ষমতায় আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।