বিনোদন ডেস্ক : ফেসবুক ও ইউটিউবে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিও নিয়ে ভক্তদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া একটি স্ট্যাটাসে এ অনুরোধ জানান তিনি। এছাড়া তার অফিসিয়াল ফেসবুক পেইজেও এই পোস্টটি শেয়ার করেছেন।

মেহজাবীনের ফেসবুক পোস্টটি হুবহু এখানে তুলে ধরা হলো–
“আজকে সামাজিক মাধ্যম ফেসবুকে একটা ভিডিও ছড়িয়েছে এবং এ নিয়ে কিছু অসাধু লোকজন বিভ্রান্তির সৃষ্টি করছেন।
আমার সকল ফ্যান-ফলোয়ার এবং সমর্থকদের কাছে আমার অনুরোধ মিথ্যা খবর কিংবা ভিডিওতে বিশ্বাস করবেন না।
আমি ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বা ছড়াতে সাহায্য করছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।

ধন্যবাদ,
মেহজাবীন চৌধুরী”
প্রসঙ্গত, ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিয়মিত টিভি বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


