অর্থনীতি ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে অর্থাৎ মুজিববর্ষে ‘পতেঙ্গা কনটেইনার টার্মিনাল’ চালু করা হবে। এরই মধ্যে ৫২ শতাংশ অবকাঠামোগত কাজ শেষ হয়েছে। টার্মিনালটিতে বছরে জাহাজ থেকে সাড়ে চার লাখ কনটেইনার ওঠানামা করা যাবে। একসঙ্গে তিনটি কনটেইনার জাহাজ এবং একটি তেলবাহী জাহাজ ভেড়ানো যাবে বলেও বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
জানা গেছে, বে-টার্মিনালের জন্য ৬৭ একর ব্যক্তিমালিকাধীন জমি হাতে পাওয়ার পর এখন ৮০৩ একর খাসজমি বরাদ্দের অনুমোদন পাওয়া গেছে। জেলা প্রশাসন থেকে সহসাই তা বন্দরকে হস্তান্তর করার কথা রয়েছে। ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ভেতর পণ্য খালাসের জন্য কোনো ট্রাক ঢুকবে না। কারণ চট্টগ্রাম বন্দর ও বে-টার্মিনালের মধ্যে আলাদা সংযোগ সড়ক হবে। চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামানোর পরই ট্রেইলারে করে কনটেইনার বিশেষ সড়ক দিয়ে বে টার্মিনাল এলাকায় নেয়া হবে।
বে-টার্মিনাল এলাকায় আট হাজার ট্রাক ধারণক্ষমতার টার্মিনাল হবে। সেখান থেকে আমদানিকারকদের পণ্য খালাস নেয়ার সুযোগ থাকবে। এছাড়া চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে আরো ১০৪টি নতুন যন্ত্রপাতি সংগ্রহে উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদন হয়েছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আয়োজিত এক মতবিনিময় সভায় চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হবে। এর মধ্যে ‘পতেঙ্গা কনটেইনার টার্মিনাল’ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।