Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত ১ (এক) কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতার জ্যৈষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার এবং উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান।
এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার দাস, মৎস কর্মকর্তা রায়হান উদ্দিন সদ্দার ও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমানসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।