জুমবাংলা ডেস্ক: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আজ বিকালে নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। আগের মুদ্রানীতিগুলোর তুলনায় নতুন মুদ্রানীতির কাঠামোগত পদক্ষেপে বড় ধরনের পরিবর্তন থাকছে।
এবারের মুদ্রানীতিতে প্রবৃদ্ধি অর্জনের চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই বেশি অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গেছে। এ জন্য সরকারকে ব্যাংক থেকে কম ঋণ গ্রহণের পরামর্শ আসতে পারে। পাশাপাশি বাজারে টাকার সরবরাহ কমানোর জন্য রিজার্ভ মানি কমানো এবং নীতি সুদহার বাড়ানো হতে পারে বলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মুদ্রানীতির মূল কাজ হচ্ছে অর্থপ্রবাহ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। বাংলাদেশ ব্যাংক এমন সময়ে মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে, যখন দেশের অর্থনীতি নানামুখী চাপ ও সংকটে রয়েছে। এমন পরিস্থিতিতে আগামী মুদ্রানীতিতে অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচকগুলোতে যে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে; তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ বর্তমান অর্থনৈতিক সংকট সমাধানে কতটা ভূমিকা রাখবে, সেটিই দেখার বিষয়।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে টাকার সরবরাহ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য রিজার্ভ মানি কমিয়ে ১১ শতাংশ নির্ধারণ করা হচ্ছে, যা চলতি অর্থবছরের দ্বিতীয় মুদ্রানীতিতে (জানুয়ারি-জুন) ১৪ শতাংশ নির্ধারণ করা হয়েছিল।
আসছে মুদ্রানীতিতে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রা ডলারের একক বিনিময় হার নির্ধারণের ঘোষণা থাকবে। একইভাবে রিজার্ভ হিসাব পদ্ধতি আইএমএফ নির্দেশিত পন্থায় নির্ধারণ করারও ঘোষণা দেওয়া হবে এই মুদ্রানীতিতে।
এদিকে, অর্থ বিভাগ যে মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি দিয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে যে ২০২৩ সালের জুলাই থেকে বাংলাদেশ ব্যাংক তার মুদ্রানীতিতে মুদ্রা নিয়ন্ত্রণভিত্তিক ব্যবস্থা থেকে সরে এসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণভিত্তিক ব্যবস্থা প্রণয়ন করতে যাচ্ছে।
গত জুলাইয়ে গভর্নরের দায়িত্ব গ্রহণ করার পর এটি হবে আব্দুর রউফ তালুকদারের দ্বিতীয় মুদ্রানীতি। এর আগের গভর্নর ফজলে কবিরের সিদ্ধান্ত অনুযায়ী, মাঝে কিছুদিন বছরে একবার মুদ্রানীতি ঘোষণা করার প্রচলন করা হলেও আইএমএফের পরামর্শে এখন আবার ছয় মাস অন্তর মুদ্রানীতি ঘোষণার পথে ফিরেছে বাংলাদেশ ব্যাংক। এমনকি আইএমএফের চাওয়া অনুযায়ী, আগামীতে চার মাস অন্তর অন্তর হতে পারে মুদ্রানীতি প্রণয়ন।
চলতি বছরের ১৫ জানুয়ারি নীতি সুদহার বাড়িয়ে ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) জন্য ‘সতর্ক ও সংকুলানমুখী’ মুদ্রানীতি ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।