জুমবাংলা ডেস্ক: কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত নথি পর্যালোচনা করে বুধবার আনভীরকে অব্যাহতির এ আদেশ দেন।
গত ১৯ জুলাই এ মামলায় আনভীরকে অব্যাহতি দেওয়ার সুপারিশসহ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।
এরপর মঙ্গলবার ওই প্রতিবেদনের ওপর নারাজি দেন মামলার বাদী ও মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া। পাশাপাশি অন্যকোনো সংস্থার মাধ্যমে মামলাটি তদন্তের আবেদন করেন তিনি।
বাদীপক্ষের আইনজীবী মাসুদ সালাহউদ্দিন বলেন, কলেজছাত্রী মোসারাত জাহানকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন গতকাল জমা দেন মোসারাতের বড় বোন ও মামলার বাদী নুসরাত জাহান। তবে আদালত বাদীর নারাজি আবেদন নাকচ করেছেন।
বুধবার ওই নারাজি আবেদন খারিজ করে পুলিশের প্রতিবেদন গ্রহণ করে সায়েম সোবহান আনভীরকে অব্যাহতির আদেশ দেন আদালত।
গত ১৯ এপ্রিল রাতে ঢাকার গুলশান দুই নম্বরের ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে ২১ বছর বয়সী মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন নুসরাত জাহান তানিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।