মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত এক পুরুষের (আনুমানিক ৬০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া অংশের মধ্য বাউশিয়া বাসষ্ট্যান্ড এলাকায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
গজারিয়া থানার (ওসি-তদন্ত) মামুন আল-রশিদ জানান, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের দেয়া খবরে মধ্য বাউশিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি টং দোকানের নীচে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে লাশটির পরিচয় পাওয়া যায়নি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোকটি আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


