Advertisement
জুমবাংলা ডেস্ক: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষ একই স্থানে সমাবেশ ডাকায় সংঘাত এড়াতে শুক্রবার সকালে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। খবর ইউএনবি’র।
উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, কামারখাড়া ইউনিয়নের ওয়ার্ড কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। কমিটির পক্ষে কামারখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি আমীর হোসেন এবং বিপক্ষে ইউনিয়নটির বর্তমান সহ-সভাপতি আনিছ হালদার অবস্থান নেন। পরে উভয় পক্ষ শুক্রবার একই স্থানে সমাবেশ ডাকে। তাই সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
তিনি জানান, সংঘর্ষের আশঙ্কায় সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজনৈতিক সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।