মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের টান বলাকি চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় একাধিক বাড়িঘর ভাঙচুর করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হোসেন্দী ইউনিয়নের চর বলাকি গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে শুক্কুর আলী, আসিফ, নুর ইসলাম, জান্নাত, শাহাদাত ও পাভেলের নাম জানা গেছে। গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বিএনপি নেতা মাহফুজ-আনোয়ারদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু ও যুবলীগ নেতা নাজমুল ইসলামের বিরোধ চলে আসছিল। আধিপত্যের জেরে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে।
মাগরিবের আযানের সময় আওয়ামী লীগ সমর্থিতরা প্রতিপক্ষের বাড়ি ও ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মারামারির ঘটনা ঘটে।
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। কতজন আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, আতঙ্ক এখনো কাটেনি। উল্লেখ্য, চলতি বছরের ৫ এপ্রিল একই গ্রামে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয় এবং কয়েকটি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।