মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বড় পাউলদিয়া এলাকার একটি পুকুর থেকে বৃহস্পতিবার নজরুল ইসলাম (১৮) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকাল ১০ টার দিকে ওই এলাকার মোল্লাবাড়ির পুকুর থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে সিরাজদীখান থানা পুলিশ। এছাড়া সিরাজদীখান বাজার সংলগ্ন সিরাজের গ্যারেজ থেকে ইজিবাইক উদ্ধার করে। এ ঘটনায় নুর আলী ও জাহিদ হোসেন নামে দুইজনকে আটক করা হয়েছে।
এর আগে বুধবার দিবাগত রাতে ইজিবাইক ছিনতাই করে চালক নজরুল ইসলামকে হত্যা করে দুস্কৃতকারীরা।
ইজিবাইক চালক নজরুল ইসলাম উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর ঘোড়ামারা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। আটক নুর আলী খান একই উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের ইফাজ উদ্দিনের ছেলে ও জাহিদ হোসেন লতব্দী ইউনিয়নের কয়রাখোলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
সিনিয়র পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম জানান, বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে বের হন ইজিবাইক চালক নজরুল। রাতে সে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে স্বজনরা জানতে পারেন স্থানীয় চিহ্নিত চোর নুর আলী ও তার সঙ্গীয় বেশ কয়েকজন ইজিবাইক চালক নজরুলকে ডেকে নিয়ে গেছেন। এরপর বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে স্থানীয়রা সন্দেহভাজন নুর আলী ও জাহিদ হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশের জিজ্ঞাসাবাদে নুর আলীর স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার বড় পাউলদিয়া এলাকার মোল্লাবাড়ির পুকুর থেকে ইজিবাইক চালক নজরুল ইসলামের লাশ উদ্ধার ও সিরাজদীখান বাজার সংলগ্ন সিরাজের গ্যারেজ থেকে ইজিবাইক উদ্ধার করে পুলিশ। নিহত নজরুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জের মর্গে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।