জুমবাংলা ডেস্ক : মুন্সীগঞ্জে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বৃহস্পতিবার নতুন করে আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৮৮ জনে। বৃহস্পতিবার আরও ১০ জন সুস্থ্য হয়েছেন। এই নিয়ে জেলায় মোট সুস্থ্য হলেন ১০০ জন।
উপসর্গ নিয়ে মারা যাওয়া মুন্সীগঞ্জ সদরের মালিপাথর এলাকায় আব্দুল হালিম (৬৫) ও চরকিশোরগঞ্জ এলাকায় আব্দুল কাদেরের (৬০) নমুনা রিপোর্ট পজেটিভ আসায় জেলায় এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।
নতুন শনাক্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৬, শ্রীনগর উপজেলায় ৭, সিরাজদিখান ৩ ও গজারিয়ার আছে ২ জন। লৌহজং এবং টঙ্গীবাড়ি উপজেলায় নতুন কারও করোনা শনাক্ত হয়নি।
সিভিলসার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, ১৯ ও ২০ মে পাঠানো ১৪৪ জনের নমুনার রিপোর্ট বৃস্পতিবার পাওয়া যায়। এপর্যন্ত ঢাকায় ২৯২৬টি নমুনা প্রেরণ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ২৬১০টির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।