মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরের শহর বাজার এবং মুন্সিরহাটে অভিযান চালিয়ে চার দোকানিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া চালের দাম বেশি রাখায় পৃথক অভিযানে বিনদপুর এলাকার মের্সাস রমজান নামের এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ শনিবার (২১ মার্চ) পৃথক অভিযানে পেঁয়াজের মূল্য কারসাজির জন্য ভ্রাম্যমাণ আদালত চার দোকানিকে এ জরিমানা করেন।
মুন্সীগঞ্জ শহর বাজারের হারুন স্টোরকে ৩০ হাজার, সোয়াদ স্টোরকে ২ হাজার, মুন্সিরহাটের করিম স্টোরকে ২০ হাজার ও ওহিদ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সামিউল মাসুদ এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩২ থেকে ৩৫ টাকা পাইকারি দরের পেঁয়াজ মূল্য কারসাজি করে ৬০-৬৫ টাকা বিক্রি করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর তাৎক্ষণিক পেঁয়াজের মূল্য ২০ টাকা করে কমে যায়। এখন সকল বাজারে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজের বেচাকিনি হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।