জুমবাংলা ডেস্ক : মুন্সীগঞ্জে নতুন করে পাঁচ ব্যাংকারসহ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩৬৫ জনে করোনা শনাক্ত হলো।
এ পর্যন্ত সুস্থ্য হয়েছে ৫২ জন করোনা রোগী। সিভিল সার্জন অফিসের হিসাবে এখনও মৃতের সংখ্যা ১৩। নতুন শনাক্ত ১১ জনের মধ্যে সোনালী ব্যাংকের গজারিয়া শাখার ৫ কর্মকর্তা রয়েছেন।
এছাড়া মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৩ জন, সিরাজদিখান উপজেলায় ২ জন ও টঙ্গীবাড়ি উপজেলায় একজন শনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, নিপসম থেকে শনিবার পাওয়া ১৪ এবং ১৫ মে’র পাঠানো ১০৮টি রিপোর্ট থেকে ১১ জনের করোনা পজেটিভ এসেছে।
জেলায় এ নিয়ে ১৯১২টি নমুনার রিপোর্ট পাওয়া গেলো। শনিবার আরও ২৯টি নমুনা নিপসমে প্রেরণ করা হয়েছে। এই নিয়ে ২২৭৫ টি নমুনা সংগ্রহ করে তা ঢাকায় প্রেরণ করা হলো।
জেলায় মোট শনাক্ত ৩৬৫ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায়ই ১৫৪ জন, এরপরে সিরাজদিখান উপজেলায় ৫৮ জন। এছাড়া শ্রীনগর উপজেলায় ৪৩ জন, লৌহজং উপজেলায় ৩৯ জন, গজারিয়া উপজেলায় ৩৯ জন এবং টঙ্গীবাড়ি উপজেলায় ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।