বিনোদন ডেস্ক : এ যেন গল্প হলেও সত্যি। রূপকথার আরেক নাম রাণু মণ্ডল। কিছু দিন আগে ভবঘুরে রাণু পথে-ঘাটে গান গেয়ে বেড়াতেন। সেখান থেকে সোজা পাড়ি দিয়েছেন মুম্বাই। বলিউড সিনেমা হ্যাপি হার্ডি এন্ড হীর ছবিতে শোনা যাবে রাণুর একাধিক গান।
হিন্দি ছবিতে গানের রেকর্ডিংয়ের জন্য ইতোমধ্যেই বেশ কয়েকবার মুম্বাই পাড়ি দিতে হয়েছে রাণুকে। এই কলকাতা-মুম্বাই সফর করতে করতে বেশ বিরক্ত হয়ে গিয়েছেন গায়িকা। কাজেই মুম্বাইতেই পাকাপাকিভাবে থাকার বাসস্থান খুঁজছেন তিনি।
ভারতীয গণমাধ্যম রাণু মণ্ডল জানান, বারবার ফ্লাইটে করে মুম্বাই যাওয়া তাঁর কাছে বিরক্তিকর। কাজেই মুম্বাইতেই নিজের বাড়ি বা ফ্ল্যাট বানাতে চান।
‘ফুলো কা তারো কা’, ‘ পানা কি তামান্না’ বা ‘জিন্দেগি অওর কুছ ভি নেহি’… দিন-রাত গান গাইতেন রানাঘাটের ভবঘুরে রাণু। সম্প্রতি কয়েকজন এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তারপরেই মুহূর্তে ভাইরাল রানাঘাটের ‘লতা’। বদলে গেল ভবঘুরে রাণুর জীবন। এককথায়, রাণু পেলেন লটারি। ভারতের রানাঘাটের স্টেশনের ভাইরাল রাণু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
স্টেশনের প্ল্যাটফর্মে লতার গান গেয়ে রাতারাতি স্টার হয়ে যান তিনি। এরপর থেকে রাণু কী করছেন, কী পরছেন, কী গাইছেন…তাঁর প্রতিটি গতিবিধিই খবরের শীর্ষে! ‘
কোথাও গান শেখেননি রাণু। সব গান শুনে শুনে মুখস্থ, তাও হুবহু লতার গলা। মেয়েরা বিয়ের পর মাকে একা রেখে চলে গিয়েছিল। সেই রাণু মন্ডলের গাওয়া ‘এক পেয়ার কা নাগমা’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর খুলে গেল ভাগ্য।
তারকা রাণুর জীবনে অনেক পরিবর্তন আসে । একের পর এক গানেরও অফার পেতে শুরু করেন। কলকাতার এক পুজোর থিম সং গেয়েছেন ইতোমধ্যেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।