আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ে একটি বাড়িতে শর্ট সার্কিট থেকে লাগা অগ্নিকাণ্ডে এক পরিবারের দুই শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে।
রবিবার(৬ অক্টোবর) ভোরে নগরীর চেম্বুর এলাকার সিদ্ধার্থ কলোনির একটি দোতলা বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় সময় ভোর প্রায় ৫টার দিকে বাড়িটির নিচতলায় থাকা একটি বৈদ্যুতিক পণ্যের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পুরো ভবনজুড়ে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় পরিবারটির সবাই দোতলায় ঘুমিয়ে ছিলেন।
দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তারা মনে করছেন। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত পুরো ভবনটিতে ছড়িয়ে পড়ে।
সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। মৃতদের মধ্যে ৭ ও ১০ বছর বয়সী দু’টি শিশু আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।