জুমবাংলা ডেস্ক: অবরুদ্ধ অবস্থার মধ্যে মুরগির গাড়িতে করেও শত শত লোক প্রতিদিন ঢাকা ও নারায়ণগঞ্জ ছাড়ছে।
এমনটাই প্রমাণ মিলেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কাহালগাঁও বাজারে। সেখানে শতাধিক মুরগির গাড়িতে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে পালানো লোকের সন্ধান পাওয়া যায়।
টাঙ্গাইল লকডাউন থাকায় ঘাটাইল, সখিপুর ও মধুপুর উপজেলার মানুষও এ বাজারের ওপর দিয়ে অবাধে যাতায়াত করছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে করোনা ভাইরাস আতঙ্ক দেখা দিয়েছে।
উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও বাজারের আশপাশে ৮-৯টি সিপি ও নারিশের পোলট্রি ফার্ম রয়েছে। এসব ফার্ম থেকে প্রতিদিন ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মুরগি পরিবহন হয়ে থাকে।
সরজমিনে কাহালগাঁও বাজার পরিদর্শন করে দেখা গেছে, বাজারের সকল দোকানপাট বন্ধ। সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে প্যান্টপরা মানুষ ব্যাগ নিয়ে সড়কের পাশে অপেক্ষমাণ। মুরগি ভর্তি গাড়ি আসলে এক শ্রেণির লোক তাদের গাড়িতে তুলে দিচ্ছেন।
বাজারের ব্যবসায়ীরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ থেকে মুরগির গাড়িতে করে যেভাবে লোক বাজারে আসছে তাতে আমাদের বাজারে আসতে এখন ভয় করে।
বিষয়ের সত্যতা স্বীকার করে স্থানীয় চেয়ারম্যান কবীর হোসেন জানান, এখন বাজে একটা পরিবেশ কাহালবাজারে। বিষয়টি নিয়ে শনিবার সালিশ হয়েছে।
থানার ওসি ফিরোজ তালুকদার জানান, কাহালগাঁওয়ের বিষয়টি সম্পর্কে তিনি অবগত। ওখানে একটি চেকপোস্ট বসানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


