চট্টগ্রাম কাজীর দেউড়ি বাজারে ১৬৫ টাকায় কেনা মুরগি ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছিলো। খবর পেয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম সেখানে অভিযানে যায়। অভিযানে যেতেই প্রতি কেজি মুরগি হয়ে যায় ১৮০ টাকা। অভিযানে বেশি দামে মুরগি বিক্রি করায় এক মুরগি বিক্রেতাকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ এ তথ্য জানান। তিনি বলেন, ক্রয়মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যের অসঙ্গতি পাওয়ায় এক মুরগি বিক্রেতাকে ৫ হাজার জরিমানা করেছে।
তিনি আরো বলেন, রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন বাজারে আমরা অভিযান পরিচালনা করছি। আজকের অভিযানে আমরা মুরগির ক্রয়মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যের অসঙ্গতি পেয়েছি। তবে আমাদের প্রতিদিনের অভিযানের কারণে ভোগ্যপণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে আছে। আমরা চলে যাওয়ার পর কেউ যেন মূল্য তালিকা না সরায় বা বাড়তি দরে পণ্য বিক্রি না করে সে ব্যাপারে আমরা ব্যবসায়ীদেরকেও সতর্ক করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।