কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার সেই ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা ৫ দিনেও হয়নি। বৃহস্পতিবার রাতে এ ঘটনার পর শুক্রবার মুরাদনগর থানায় মামলা করেন তিনি। পরে পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ভুক্তভোগী মত বদলানোয় তার পরীক্ষা করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান।
ভুক্তভোগীর এক আত্মীয় জানান, আটক ফজর আলীকে যেভাবে নির্যাতন করা হয়েছে তাতে তিনি মারা যেতে পারেন বলে ওই নারী ও তার পরিবারকে ভয় দেখানো হয়। এরপর তিনি ডাক্তারি পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং এখন মামলা নিয়েও অনীহার কথা বলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।