স্পোর্টস ডেস্ক : প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে বিপর্যস্ত পুরোবিশ্ব। সেই প্রভাব পরে ক্রীড়াঙ্গনে। ফুটবল, ক্রিকেট থেকে সব ধরনের খেলাধুলা বন্ধ করা হয়। সেই সময়ে ভক্তদের পাশে থাকতে একের পর এক লাইভ সেশন করে যাচ্ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নবাগত অধিনায়ক তামিম ইকবাল।
গতকাল শনিবার (২৩ মে) ছিল তার লাইভ সেশন। তবে, শেষ ধাপে চেয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানকে একসঙ্গে আনতে। যদিও ব্যক্তিগত কাজে সাকিব আসতে না পারায় পঞ্চপান্ডব পূর্ণ হয়নি। তবে এই চারজনেরই আড্ডাটা হয়েছে অনেক প্রাণবন্ত।
আড্ডার এক পর্যায়ে মাশরাফী বলেন, ‘বাইন্টা দা তোমার কাছে একটা রিকুয়েস্ট আছে। ভাইস্তা একটা আসতেছে আশা করতেছি। তো এইটার নাম কিন্তু লকডাউন রাখতে হবে।’
ভায়রা ভাইয়ের সন্তানের এমন নাম মেনে নিতে না পেরে প্রতিবাদ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেন, ‘আপনি রাইখা দেন না। এত ইয়ে লাগতেসে আপনি রাইখা দেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।