স্পোর্টস ডেস্ক: মুশফিকুর রহিমের প্রথম পাঁচ ম্যাচে নেই ফিফটি, যা তার জন্য বেশ বিব্রতকর। অবশেষে অভিজ্ঞ এই ব্যাটসম্যান আসরে প্রথমবার পঞ্চাশের স্বাদ পেলেন। দলকে বিপর্যয় থেকে উদ্ধার লড়ার মতো রান এনে দিলন দলকে ঢাকার অধিনায়ক।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রবিবার (৬ ডিসেম্বর) গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ২০ ওভারে ১৪৫ রান করে বেক্সিমকো ঢাকার।
দলের অর্ধেকের বেশি রান মুশফিক একাই করেছেন। মুশফিকের ৫০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৩ রানের ইনিংস এসেছে তার ব্যাট থেকে।
টস হেরে ব্যাটিংয়ে নামা ঢাকা দ্বিতীয় ওভারে হারায় ওপেনার মোহাম্মদ নাঈম শেখকে। তৃতীয় ওভারে আউট হন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
পঞ্চম ওভারে ২৩ রানে ৩ উইকেট হারিয়ে তখন ধুঁকছে ঢাকা।
দলের এই চরম অবস্থা থেকে মুশফিক ও ইয়াসির আলি চৌধুরি টেনে তুলেন দলকে। খুব গতিময় না হলেও একটা জুটি গড়ে তুলতে পারেন তারা। তার দুজন ৭২ বলে ৮৬ রান যোগ করেন দলে। ৩৮ বলে ৩৪ রান করে ইয়াসিরের বিদায়ে ভাঙে এই জুটি।
মুশফিক ৪১ বলে ফিফটি স্পর্শ করেন। টি-টেয়েন্টিতে তার ২৫তম ফিফটি। শেষ দিকে মুশফিক রান বাড়ানোর কাজটিও করেন। ইনিংসের শেষ বলেও তার ব্যাট থেকে আসে বাউন্ডারি।
সংক্ষিপ্ত স্কোর:
বেক্সিমকো ঢাকা: ২০ ওভারে ১৪৫/৪ (নাঈম ১৩, সাব্বির ৭, তানজিদ ০, মুশফিক , ইয়াসির ৩৪, ; নাহিদুল ৪-০-১৬-১, শরিফুল ৪-০-৪৮-১, রকিবুল ৪-০-২৪-১, মুস্তাফিজ , মোসাদ্দেক ১-০-৮-০, সৌম্য ৩-০-২৮-০)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


