স্পোর্টস ডেস্ক : হ্যামসট্রিং (মাংসপেশিতে টান) ইনজুরির কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে খেলতে পারেননি মুশফিকুর রহীম। তবে স্বস্তির খবর হলো, ইনজুরি মুক্ত হওয়াতে দ্বিতীয় রাউন্ডেই তাকে দেখা যাবে মাঠে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, মুশফিক সম্পূর্ণ ফিট, খেলায় কোনো বাধা নেই।
আজ মঙ্গলবার দুপুরে মিরপুরে দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুশফইকের ইনজুরি গ্রেড ওয়ান ইনজুরি হওয়াতে আমরা আশা করছিলাম, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে ও সুস্থ হয়ে যাবে। তো আজকে টেস্ট হয়েছে, আমাদের ফিজিও থেরাপিস্ট এবং ট্রেনারদের তত্ত্বাবধায়নে। সে খুবই সন্তোষজনকভাবে টেস্টে উতরে গেছে। খেলার জন্য সম্পূর্ণ ফিট, খেলায় অংশগ্রহণে কোনো বাধা নেই।’
এটা মুশফিকের জন্য বড় সুখবরই বটে। কেননা দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজে তার দলে থাকা নিয়ে আছে সংশয়। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘মুশফিককে ফিরতে হলে পারফর্ম করেই ফিরতে হবে। মুশফিকও অপেক্ষায় আছেন নিজেকে প্রমাণ করার জন্য। কিন্তু ইনজুরি বাধা হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে ইনজুরি মুক্ত হওয়াতে তিনি নিজেকে প্রমাণের সুযোগ পেলেন। ’
নিজেকে প্রমাণ করতে মরিয়া মুশফিক বলেন, ‘সেরে ওঠার পরপরই আমি বিসিএলে ম্যাচ পাচ্ছি, আমি সেখানে ভালো করার চেষ্টা করব, যাতে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা খুশি হন। তারা যদি মনে করেন, আমি দলের শক্তিমত্তা বাড়াতে পারব, তাহলে আমাকে জিম্বাবুয়ে সিরিজের দলে রাখবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।