স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের পর টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন মুশফিকুর রহিম। এখন ওয়ানডে আর টেস্টে মনোযোগ দেবেন তিনি। জাতীয় দল অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলছে। আর এই সুযোগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) মাঠে নেমেই তুলে নিয়েছেন দুর্দান্ত একটি শতক।
চোটের জন্য প্রথম রাউন্ড মিস করেছেন মুশফিক। চোট কাটিয়ে দ্বিতীয় রাউন্ডে ফিরেই রাজশাহী বিভাগের হয়ে তুলে নিলেন দুর্দান্ত সেঞ্চুরি। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মহানগরের বিপক্ষে মুশফিক তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি হাঁকান। দিনশেষে ২৪২ বলে ১০৮* রানে অপরাজিত আছেন মিস্টার ডিপেন্ডেবল।
এবারের জাতীয় লিগে এটাই প্রথম সেঞ্চুরি। দল ৮৯ রানে ৩ উইকেট পতনের পর মুশফিক ক্রিজে আসেন। প্রিতম কুমারের সঙ্গে পঞ্চম উইকেট গড়েন ১০৭ রানের জুটি। সপ্তম উইকেটেও ফরহাদ রেজার সঙ্গে তার জুটি তিন অঙ্ক ছুঁয়েছে।
বিশুদ্ধ টেস্ট ব্যাটিংয়ে মুশফিক আজ ফিফটি পূরণ করেন ৯৮ বলে। তিন অঙ্কে যেতে আরো বেশি সময় নেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার। খেলেন ২২৮ বল। চারের মার ছিল মাত্র ছয়টি। ৬ উইকেটে ৩৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে রাজশাহী। ফরহাদ রেজা অপরাজিত আছেন ৫৮ রানে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতিকে যা বললেন বিদায়ী সভাপতি সৌরভ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।