বিনোদন ডেস্ক: টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বাদ পড়ার পর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন মুশফিকুর রহীম। যা জন্ম নিয়েছে নতুন বিতর্কের।
শনিবার (২৩ জুলাই) ফেসবুকে একটি বার্তা দেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশি।
পোস্ট করা ছবিতে দেখা যায়, তিনি চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছেন। ক্লান্ত-অবসন্ন দেখা যাচ্ছে টাইগার উইকেটরক্ষককে। ছবিতে তিনি ঘুমের ইমোজির সঙ্গে বিস্ময় আর মুখে আঙুল রেখে চুপ করার ইমোজিও ব্যবহার করেছেন।
মুশফিক তার ছবির সঙ্গে তিন ধরনের মোট ৯টি ইমোজি ব্যবহার করেছেন। যার মধ্যে প্রথম ঘুমের তিনটি, দ্বিতীয় চিন্তার তিনটি, এবং শেষে চুপ থাকার তিনটি ইমোজি ব্যবহার করেছেন। ঘুম ও চিন্তার ইমোজি নিয়ে কথা না হলেও মুখে আঙুল রেখে চুপ থাকার ইমোজি ব্যবহারে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন।
আবার অনেককে এ ছবির মধ্যদিয়ে তিনি কি বুঝাতে চেয়েছেন তা নিয়েই গবেষণা চালাতে দেখা যায়। এর আগে গতকাল রাতে টি-টোয়েন্টির নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করেছিলন মুশফিক। দিয়েছিলেন সোহানের সঙ্গে হাসিমাখা ছবি। ছিল নতুন দলকে সমর্থনের ইতিবাচক বার্তা। কিন্তু রাত পেরিয়ে সকাল হতেই ভিন্নরকম পোস্ট। ড্রেসিংরুমে তোলা বিশ্রামের ছবিতে উস্কে দিয়েছেন আলোচনা।
অনেকেই মনে করছেন, ছবিটি তার কোনও প্র্যাকটিসের সময়ের হলেও এটা এখন আপলোড করে কিছুর ইঙ্গিত দিয়েছেন মুশফিক। তিনি সম্ভবত বোঝাতে চেয়েছেন অন্য কিছু। সেটা কী, কিছুটা তো আন্দাজ করাই যাচ্ছে।
মুশফিকের পোস্ট করা ছবির নিচে গত সাত ঘণ্টায় ২ লাখ ৬২ হাজার রিঅ্যাকশন পড়েছে। এছাড়া কমেন্ট পড়েছে সাড়ে ৯ হাজার। আর সেটি শেয়ার হয়েছে ৪৬৩টি।
উল্লেখ্য, জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে সিনিয়র ক্রিকেটারদের কাউকেই রাখেনি বিসিবি। সাকিব আগেই ছুটি নিয়েছেন। বিশ্রাম দেয়া হয়েছে মুশফিক আর নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহকে। তবে মুশফিক ও মাহমুদউল্লাহকে আবার ওয়ানডে স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছে।
মেসির স্ত্রীর স্যুট পরা ছবিতে নেটমাধ্যমে ঝড়, মুগ্ধ হয়েছেন খোদ মেসিও
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।