স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম। তার বিদায়ে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে দীর্ঘদিনের সতীর্থ ও পারিবারিক বন্ধনে আবদ্ধ আরেক তারকা ক্রিকেটারদের।
৪ সেপ্টেম্বর রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে দিয়ে অবসর নেওয়ার কথা জানিয়েছেন মুশফিক। এই পোস্ট করার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কারও সঙ্গে নিজের সিদ্ধান্তের ব্যাপারে কথা বলেননি টাইগার মুশফিক। তবে চিঠি দিয়ে সিদ্ধান্ত জানিয়েছেন বলে দাবি করেছে মুশফিকের এক ঘনিষ্ঠ সূত্র।
সেই চিঠির ব্যাপারে নিশ্চিত তথ্য না পাওয়া গেলেও, অন্য ক্রিকেটারদের সঙ্গে যে কথা বলেননি সেটি একপ্রকার নিশ্চিতই বলা চলে। কেননা মুশফিকের অবসরের ঘোষণা শুনে অন্য সবার মতো দলের অন্য ক্রিকেটারা অবাক বিস্ময়ে পড়ে গেছেন। এই সিদ্ধান্তে হৃদয় ভেঙে গেছে টাইগারদের সাবেক অধিনায়কের সহ সকল ক্রিকেটারদের।
মুশফিকের এমন সিদ্ধন্তে, “থ্যাঙ্ক ইউ মিস্টার ডিপেন্ডেবল, আপনার জন্য অনেক অনেক শুভকামনা কিন্তু এটাও সত্য আপনাকে বাংলাদেশ মিস করবে।”
দলের সঙ্গে দেশে ফেরেননি, দুবাইতে স্ত্রীকে নিয়ে ফুরফুরে মেজাজে ঘুরছেন সাব্বির
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।