আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার বহুল সমালোচিত সেই আইনটি আবার সামনে আনার পাঁয়তারা করছেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালের জানুয়ারিতে এই নিষেধাজ্ঞা স্থগিত করে মার্কিন আদালত। নাছোড়বান্দা ট্রাম্প স্থগিতাদেশের বিরুদ্ধে আবার আপিল করেন। ফেব্রুয়ারিতে সেই আপিলে হেরে যান।দুই বছর আগে ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশে ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে আদালতের নির্দেশে এই সাত দেশের অনেক নাগরিক ভিসা পান।এপি জানিয়েছে, ট্রাম্প নতুন করে আরও সাতটি দেশের নাগরিকদের ভিসা নিষিদ্ধ করতে চাইছেন। ইতিমধ্যে একটি খসড়াও প্রস্তুত করে ফেলেছে তার প্রশাসন।ট্রাম্প প্রশাসনের খসড়া তালিকা হাতে পেয়েছে বাজফিড নিউজ। আগের সাত দেশের সঙ্গে নতুন কোন কোন দেশ যোগ হবে তা জানায়নি সংবাদমাধ্যমটি। কবে নাগাদ এই নিষেধাজ্ঞা জারি হতে পারে, সে বিষয়েও সুনির্দিষ্ট খবর দিতে পারেনি তারা।
Advertisement
নির্বাচনের বছরে ট্রাম্পের এই কর্মকাণ্ডকে ‘বিপজ্জনক’ বলছেন মানবাধিকার কর্মীরা।