স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে কপাল পুড়তে যাচ্ছে দিল্লি ক্যাপিটালসের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের! ইনজুরি কাটিয়ে ফিরছেন দলটির পছন্দের পেসার এনরিচ নর্কিয়া। পাশাপাশি ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শও পরের ম্যাচে ফিরতে পারেন। এমন তথ্য দিয়েছেন দিল্লির কোচ রিকি পন্টিং। ওয়ার্নার, নর্কিয়া ও মার্শ একাদশে সুযোগ পেলে মুস্তাফিজের খেলার সম্ভাবনা কতটুকু থাকবে, তা ক্রিকেট অনুসারী মাত্রই বোঝার কথা!
রয়টার্সের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস পন্টিংয়ের বক্তব্য তুলে ধরেছে। সংবাদ সম্মেলনে পন্টিং বলেছেন, ‘ওয়ার্নার লখনৌর বিপক্ষে পরের ম্যাচে ফিরছে। মার্শ ইনজুরিতে ছিল। ও মোটামুটি সুস্থ। অনুশীলনও করেছে। তাকেও পরের ম্যাচের জন্য বিবেচনা করা যায়। আর নর্কিয়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে খেলছে না। আশার কথা হচ্ছে, সে-ও দলে ফিরেছে। পরের ম্যাচে ওর খেলার সম্ভাবনাও আছে।’
আইপিএলে প্রতিটি দলের একাদশে চারজন করে বিদেশি রাখা যায়। অর্থাৎ, ওয়ার্নার, নর্কিয়া আর মার্শ ফিরলে মুস্তাফিজের একাদশে সুযোগ পাওয়া কঠিনই হয়ে যাবে। টিম সেইফার্ট তো রয়েছেনই। মুস্তাফিজের পরিবর্তে তারা চতুর্থ বিদেশি হিসেবে খেলাতে পারে লুঙ্গি এনগিদিকে। যদিও মুস্তাফিজ নিজের প্রথম ম্যাচে দিল্লির হয়ে আগুনঝরা বোলিং করেছেন। গুজরাট টাইটানসের বিপক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন তিনি।
মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পরও দিল্লি গুজরাটের বিপক্ষে হেরেছে ১৪ রানে। গুজরাটের দেওয়া ১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান করতে সক্ষম হয় দিল্লি। ২৮ রান খরচায় ৪ উইকেট শিকার করে মুস্তাফিজদের একাই ধসে দেন কিউই ফাস্ট বোলার ফার্গুসন।
টিম সেইফার্টের উইকেট হারালেও ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগোচ্ছিল ক্যাপিটালস। ৩৪ রানের বিনিময়ে ৩ উইকেট হারানো দিল্লির হাল ধরেন অধিনায়ক রিশভ পন্ত ও ললিত যাদভ। চতুর্থ উইকেটে দুজনের ৬১ রানের জুটিতে জয়টা সহজই মনে হচ্ছিল মুস্তাফিজদের জন্য। তবে ইনিংসের ১২তম ওভারে ললিত রানআউটের শিকার হলে ম্যাচের গতি হঠাৎই দিক পরিবর্তন করে। এরপর পন্তকে ফার্গুসন নিজের শিকার বানালে ম্যাচ দিল্লির হাত ফসকে বেরিয়ে যায়। পন্ত ২৯ বলে ৪৩ ও ললিত ২২ বলে ২৫ রান করেন। মাঝে ১২ বলে ২০ রানের ইনিংস খেলেন রভম্যান পাওয়েল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।