স্পোর্টস ডেস্ক : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বেসরকারি উদ্যোগে সানোয়ারা ইসলাম কোয়ালিটি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশে বিশেষ করে চট্টগ্রামে বেসরকারি পর্যায়ে গড়ে ওঠা এটাই প্রথম স্টেডিয়াম ।
সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন আসবেন সাকিব। কখন উদ্বোধন হবে স্বপ্নের স্টেডিয়াম। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। মুহুর্মুহু করতালি আর স্লোগানের মধ্যে উৎসুক জনতার ভিড় ঠেলে মাঠে প্রবেশ করেন সাকিব।
গতকাল শুক্রবার সকাল থেকেই চান্দগাঁও পাঠানিয়াগোদা এলাকায় অবস্থিত হাজেরা-তজু স্কুল অ্যান্ড কলেজ এবং চট্টগ্রাম কিন্ডারগার্টেন স্কুল সংলগ্ন নবনির্মিত সানোয়ারা ইসলাম কোয়ালিটি স্টেডিয়াম ঘিরে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, উদীয়মান ক্রিকেটার ও উৎসুক জনতার ঢল নামে।
অতিথিদের নিয়ে বেলুন ওড়ানোর পর স্টেডিয়ামের ভিত্তিফলক স্থাপন করেন সাকিব। এরপর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত কোয়ালিটি অনূর্ধ্ব-১৯ টি ২০ ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে যোগ দেন সাকিব
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।