আন্তর্জাতিক ডেস্ক: বিপজ্জনক বাড়ি হিসেবে চারতলা ভবনটি আগেই চিহ্নিত করা হয়েছিল। তাই সরিয়ে নেয়া হয়েছিল বাড়ির বাসিন্দাদের। এরপরেই মুহূর্তে ধসে পড়ল চারতলা ভবন।
শুক্রবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ভারতের মুম্বাইয়ে বোরিভালিতে এটি ভেঙ্গে পড়ে।
ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ঝুঁকি থাকায় আগেই সরিয়ে নেওয়া হয়েছিল বাড়ির বাসিন্দাদের। তাই হতাহতের ঘটনা ঘটেনি। নাহলে আরও বড়সড় বিপদের সম্ভাবনা ছিল। বাড়ি ভেঙে পড়ার পর ধ্বংসাবশেষ সরানোর কাজে নামে স্থানীয় উদ্ধারকারী দল।
বাড়ির আশপাশে থাকা দোকানদার ও এলাকার বাসিন্দারাও আন্দাজ করতে পেরেছিলেন ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু একটা চারতলা বিল্ডিং এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পর আতঙ্কিত হয়ে পড়েন সবাই।
আশপাশের দোকান ও বাড়িগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়ে বিশাল একটি গাছও। এর আগেও ভারতের হরিয়ানার গুরুগ্রামে এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।