মুহূর্তে মুহূর্তে রং বদলায় এই ফোন, আরও আছে যত চমক
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: কার ফোনে কত ভালো ফিচার থাকবে, সেই প্রতিযোগিতায় নেমেছে মোবাইল ফোন কোম্পানিগুলো। এর ফলাফল বেশ ভালোই। একের পর এক স্মার্টফোন লঞ্চ হচ্ছে, তাতে দুর্দান্ত সব ফিচার থাকছে। ভিভো কোম্পানিও এই দৌড়ে পিছিয়ে নেই। এবার আরেক ধাপ এগিয়ে দুর্দান্ত ফিচারের নতুন ফোন আনল প্রতিষ্ঠানটি।
নতুন ফোন ভিভো ওয়াই১০০ সম্প্রতি লঞ্চ হয়েছে। এই ফোনের বিশেষত্ব হলো সূর্যের আলোর সংস্পর্শে এলেই ফোনটির ব্যাক কালার বদলে যাবে। এমনই ফিচার আনা হয়েছে মডেলটিতে। এর আগেও ভিভো ভি২৫ মডেলে এই ফিচার এনেছিল।
ওয়াই১০০ মডেলটি বাজারে মিলছে মোট ৩ রঙের ভেরিয়েন্টে। পেসিফিক ব্লু, টোয়ালাইট গোল্ড এবং মেটাল ব্ল্যাক কালালে মধ্যে থেকে যেকোনো একটি রঙ বেছে নিতে পারেন গ্রাহক। তবে বলে রাখা ভালো, মেটাল ব্ল্যাক ভেরিয়েন্টটিতে কিন্তু রঙ পরিবর্তনের ফিচার নেই। তার সঙ্গে ফোনটিতে রয়েছে ডুয়াল রিং ডিজাইন। তার সঙ্গে ব্যাকে থাকছে ফ্লুরাইট এজি গ্লাস।
ফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৩৮ ইঞ্চির ফুল এইডি প্লাস এএমওএলইডি ডিসপ্লে রয়েছে। সঙ্গে রয়েছে সর্বোচ্চ ব্রাইটনেস ১৩০০ নিটস অব পিক ব্রাইটনেস এবং ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট। সব মিলিয়ে ডিসপ্লের দিক থেকেও দারুণ এক ফোন এটি।
এই ভিভো ওয়াই১০০ ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিট ৯০০ প্রসেসরসহ গ্রাফিকসের জন্য মালি জি৬৮ জিপিইউ রয়েছে। এ ছাড়াও এতে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ফোনটিতে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ অপারেটিংস সিস্টেম ১৩ রয়েছে। ৫জি সাপোর্ট, ইউএসবি-সি, আইপি৫৪ রেটিং, হাই রেজুলেশন অডিও এসব তো রয়েইছে। তার সঙ্গে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
এই ফোনে তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে। যেখানে থাকছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, যেখানে থাকছে ওআইএস ও ইআইএস সাপোর্ট। তার সঙ্গে থাকছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। পাশাপাশি ১৬ মেগাপিক্সেল সেলফি শুটার তো থাকছেই। এর পাশাপাশি একগুচ্ছ মোড রয়েছে এই মডেলে। পাবেন ভ্লগ মোড, সুপার নাইট মোড, বোকে ফ্লেয়ার পোর্ট্রেট, ডুয়াল-ভিউ ভিডিওজ, ডবল এক্সপোজার, ফ্ল্যাশ পোর্ট্রেটের মতো একগুচ্ছ মোড। তাছাড়া ক্যামেরা দিয়ে ৪কে ভিডিও রেকর্ড করা যাবে।
দেড় লক্ষ টাকার Samsung S23 Ultra-তে 200MP ক্যামেরা, বুলেট প্রসেসরসহ যত চমক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।