লাইফস্টাইল ডেস্ক : টয়লেট ব্যবহার করার পর হাত ধোয়ার কথা সবার জানা থাকলেও মূত্রত্যাগ করার পর অনেকেই হাত ধোয়ার প্রয়োজন মনে করেন না। এ অভ্যাসের কারণে আপনি নিজের সঙ্গে বিপদ ডেকে আনছেন পরিবারেরও, তা কি আপনি জানেন?
গবেষণা বলছে, প্রতিবার টয়লেট ব্যবহারের সময় মলত্যাগ করার পর হাত ধোয়ার অভ্যাস থাকলেও মূত্রত্যাগ করার পর অনেকেই টয়লেট ব্যবহারের পর হাত ধোয়ার প্রয়োজন মনে করেন না। আর এ অভ্যাসের কারণে ১৪ ধরনের অসুখ আপনার শরীরে প্রবেশের সুযোগ করে দিচ্ছেন আপনি।
সমীক্ষায় পাওয়া তথ্য বলছে, সবচেয়ে অপরিষ্কার স্থানের তালিকার মধ্যে রয়েছে টয়লেটের নাম। আর সে টয়লেট যেকোনো কাজে ব্যবহার করার পরই আপনার হাতে লেগে থাকার সুযোগ পায় সে জীবাণু। গবেষকরা বলছেন, লেগে থাকা টয়লেটের জীবাণু মানব শরীরে ১৪ ধরনের অসুখের জন্য দায়ী।
অনেকেই মনে করেন, মূত্রত্যাগের পর টয়লেট টিস্যু ব্যবহার করেছি। হাত কোনোভাবেই অপরিষ্কার হয়নি। তাই হাত ধোয়ারও প্রয়োজন নেই। এ ভুল ধারণাতে তারা ভুলেই যায়, কমোডে ফ্লাশ করলে বা টয়লেটের নবে হাত দিলেও প্রাণঘাতী জীবাণু হাতে লেগে যায়।
এ জীবাণু ভরা হাত নাকে-মুখে-চোখে রাখার পরই সংক্রমণের শিকার হতে পারেন নানা রোগে। সে হাত অন্য কারো হাতের সংস্পর্শে এলেই জীবাণু ছড়িয়ে পড়ে এক সদস্য থেকে অন্য সদস্যে। ঘরের কোনো বস্তুতে হাত দেয়ার মাধ্যমেও টয়লেটের জীবাণু ছড়িয়ে পড়ে বাড়ির প্রতিটি কোণে। তাই মূত্র ত্যাগের পর হাত ধোয়ার অভ্যাস আপনার না থাকলে আজ থেকেই সে অভ্যাস গড়ে তুলতে পারেন।
সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।