 জুমবাংলা ডেস্ক : ‘টায়ার টু’ মূলধন বাড়াতে ৫০০ কোটি টাকার ননকনভার্টিবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে ব্যাংক এশিয়া লিমিটেড। গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বন্ড ইস্যুর জন্য সম্মতি দিয়েছে। এখন কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সাত বছর মেয়াদি এ বন্ড ইস্যু করা হবে।
জুমবাংলা ডেস্ক : ‘টায়ার টু’ মূলধন বাড়াতে ৫০০ কোটি টাকার ননকনভার্টিবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে ব্যাংক এশিয়া লিমিটেড। গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বন্ড ইস্যুর জন্য সম্মতি দিয়েছে। এখন কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সাত বছর মেয়াদি এ বন্ড ইস্যু করা হবে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্যাংক এশিয়া। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক। সমাপ্ত হিসাব বছরে সম্মিলিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ১ টাকা ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর সম্মিলিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২০ টাকা ৮৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১৮ টাকা ৮৫ পয়সা।
এদিকে চলতি ২০১৯ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির সম্মিলিত ইপিএস হয়েছে ৬২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৩ পয়সা। ৩১ মার্চ সম্মিলিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৪৮ পয়সা, এক বছর আগে যা ছিল ১৯ টাকা ৩৮ পয়সা।
সর্বশেষ রেটিং অনুসারে ব্যাংক এশিয়ার ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ টু’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
২০১৭ হিসাব বছরে ১২ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় ব্যাংক এশিয়া। ২০১৬ হিসাব বছরে ব্যাংকটি ১২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। এছাড়া ২০১৫ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদের পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা।
ডিএসইতে গতকাল ব্যাংক এশিয়া শেয়ারের সর্বশেষ দর ছিল ১৭ টাকা ৮০ পয়সা। সমাপনী দর ছিল ১৭ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৫ টাকা ৬০ পয়সা ও ২১ টাকা ৮০ পয়সা।
২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ১৬৫ কোটি ৯১ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ১৫৩ কোটি ৮ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৫২ দশমিক ৩০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩২ দশমিক ৩৩ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৩৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৪ দশমিক ৯৯ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে ব্যাংক এশিয়া শেয়ারের মূল্য-আয় অনুপাত বা পিই রেশিও ৯ দশমিক ১৭, অনিরীক্ষিত হালনাগাদ আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৭ দশমিক ১।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


