জুমবাংলা ডেস্ক : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় গতকাল বুধবার বোরহান উদ্দিনের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় খায়রুজ্জামান (৩৬) নামে একজনকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, বগুড়ার মোকামতলা সুগার মিল এলাকায় একটি কনস্ট্রাকশন সাইট থেকে হাবীব নামে একজন একটি পরিত্যক্ত সেল উদ্ধার করে। তার ধারণা ছিল পরিত্যক্ত সেলটি একটি প্রাচীন আমলের ধাতব কন্টেনার (বোতল)। যার ভেতরে মূল্যবান মুদ্রা বা ধাতু পাওয়া যাবে। সেই সেলটি কাটতে গিয়েই বিস্ফোরণ ঘটেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বুধবার গোবিন্দগঞ্জ উপজেলায় কামারদহ মেকুরাই নয়াপাড়া গ্রামে বোরহান উদ্দিনের (৩৮) বাড়িতে হঠাৎ বিকট আওয়াজে বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত বিস্ফোরণে বাড়িটির টিনের ঘর উড়ে যায় এবং তিনজন নিহত হয়।
বিস্ফোরণের ঘটনায় র্যাব ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারী শুরু করে। এ প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার গাজীপুরের মাওনা থেকে র্যাবের গোয়েন্দা দল খায়রুজ্জামানকে র্যাবের হেফাজতে নেয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খায়রুজ্জামান জানায়, বেশ কয়েকদিন আগে বগুড়ার মোকামতলা সুগার মিল এলাকায় একটি কনস্ট্রাকশন সাইট থেকে হাবীব একটি পরিত্যক্ত সেল উদ্ধার করে। তিনি কনস্ট্রাকশন সাইটের কেয়ার টেকার হিসেবে নিয়োজিত ছিল। বিষয়টি তিনি বোরহান উদ্দিনকে (বিস্ফোরণে নিহত) জানায়।
অতঃপর বোরহান উদ্দিন খায়রুজ্জামানকে ১৫-২০ দিন আগে জানায়। ঘটনার আগের দিন খায়রুজ্জামান ও বোরহান মোটরসাইকেলযোগে পরিত্যক্ত সেলটি সংগ্রহ করে নিয়ে যায়।
সেলটি কাটার জন্য বোরহান উদ্দিন গোবিন্দগঞ্জের ফাসিতলা বাজারের একটি দোকান থেকে কাটার মেশিন নিয়ে যায়। ওয়াহিদুজ্জামান ও বোরহান উদ্দিন ঢাকায় অবস্থানরত রানাকেও তথ্যটি জানিয়েছিল।
অতঃপর গতকাল বুধবার হাবিব, বোরহান, ওয়াহিদুজ্জামান, রানা এবং খাইরুজ্জামান মিলে বোরহান উদ্দিনের বাড়িতে একত্রিত হয়।
এরপর ওই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে সেলটি কাটার সময় বিস্ফোরণ হয়। এসময় হাবীব বারান্দায় এবং খায়রুজ্জামান পার্শ্ববর্তী রুমে অবস্থান করছিল।
র্যাব জানায়, বোরহান উদ্দিন একসময় প্রবাসী ছিলেন। বর্তমানে তিনি একজন পরিবহন ব্যবসায়ী (ট্রাক মালিক)। ওয়াহিদুল এলাকা থেকে পালিয়ে সাভারে একটি প্রতিষ্ঠানে চাকরি করত। তিনি প্রতরণা মামলায় একবার জেল খেটেছেন। আর খায়রুজ্জামান পেশায় কৃষিজীবি এবং বোরহান উদ্দিনের নিকট আত্মীয়।
ঘটনার পর হতাহতদের হাসপাতালে নিয়ে গিয়েছিল খায়রুজ্জামান। পরবর্তীতে ভীতসন্ত্রস্ত হয়ে ওই দিন বিকেলে এলাকা ত্যাগ করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।