নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর একদিনে এটাই সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো দেশে করোনা শনাক্তের সংখ্যা হাজার ছাড়ালো । এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৯১ জনে পৌঁছাল।
একই সময়ে করোনায় দেশে মারা গেছেন আরও ১১ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ এবং ছয়জন নারী। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৩৯ জন।
করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য দেন।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় দেশের ৩৭টি ল্যাবে ৭২০৮টি নমুনা পরীক্ষা করে ১০৩৪জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
এক সপ্তাহ ধরে আক্রান্তের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও শনিবার আক্রান্ত ব্যক্তি শনাক্ত আগের দিনের তুলনায় কিছুটা কম ছিল। এই দিন ৬৩৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। কিন্তু মাত্র এক দিনের মাথায় গতকাল রবিবার আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যায়।
রবিবার বিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৮৭ জন আর মৃত্যু হয়েছে ১৪ জনের। মৃতের সংখ্যা কমলেও একদিনের ব্যবধানে আজ সোমবার আগের সব রেকর্ডকে ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।
ব্রিফিংয়ে ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন। এ নিয়ে করোনা আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হলেন ২ হাজার ৯০২ জন।
তিনি জানান. নিহতদের ১১ জনের বয়স বিশ্লেষণ করলে দেখা যায় ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের দুজন ও ২১ থেকে ৩০ বছরের একজন।
তিনি আরও জানান, বাংলাদেশে এ পর্যন্ত এক লাখ ২৯ হাজার ৮৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এখন দেশে ৩৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।