আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা আরও বেড়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।
স্থানীয় সময় সোমবার রাত (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল) পর্যন্ত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন ১,৪৩৩ জনের মৃত্যু হয়েছে। তাতে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২,০৯৪ জন, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ।
আক্রান্তের তালিকায়ও শীর্ষে অবস্থান করা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৮৪ হাজার।
করোনায় সবচেয়ে বেশি ভুগছে, নিউ ইয়র্ক সিটি। শহরটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। তবে সংখ্যাটা কিছুটা কমতির দিকে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। সোমবার তিনি জানান, নগরীতে ২৪ ঘণ্টায় নতুন মৃতের সংখ্যা ৪৭৮ জন, যা গত দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন।
এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৭০ হাজার।
মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি, ২৪ হাজার ১০০ ছাড়িয়ে। ১ লাখ ৮০ হাজার আক্রান্ত নিয়ে আক্রান্তের তালিকায় তৃতীয়স্থানে আছে দেশটি।
২ লাখ ছাড়ানো আক্রান্ত নিয়ে দ্বিতীয়স্থানে থাকা স্পেন মৃত্যুর তালিকায় তৃতীয়, ২০ হাজার ৮০০ ছাড়িয়েছে।
মৃত্যুর তালিকায় চতুর্থস্থানে আছে ফ্রান্স, ২০ হাজার ২০০ ছাড়িয়েছে। পঞ্চমস্থানে আছে যুক্তরাজ্য, সাড়ে ১৬ হাজার।
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ ভারতে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৫০০ ছাড়িয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯২ জন।
সোমবার পর্যন্ত বাংলাদেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৯৪৮ জন। মৃতের সংখ্যা ১০১।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।