নেত্রকোনার মোহনগঞ্জে গত ৫ মে রাতে গৌরাঙ্গ চন্দ্র পাল (৪৮) নামে এক ব্যক্তি জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে মারা যাওয়ার পাঁচ দিন পর মঙ্গলবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে করোনা পজিটিভ।
অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হয়েই মারা গেছেন। আর জেলায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ওই ব্যক্তিই প্রথম মারা গেছেন বলে জানা গেছে বলে জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে।
মৃত গৌরাঙ্গ চন্দ্র পাল মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের চৌড়াপাড়া গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র পালের ছেলে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সুবির সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
ডাক্তার সুবির জানান, গৌরাঙ্গ চন্দ্র পাল নামে ওই ব্যক্তি গত ৫ মে রাতে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তখন তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তার শরীর থেকে করোনা উপসর্গের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।
পরে ওই ব্যক্তি ৮ মে রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের রাউৎপাড়া এলাকায় তার এক আত্মীয়ের বাসায় অতিরিক্ত শ্বাসকষ্টে মারা যান। আর ময়মনসিংহ থেকে আসা তার করোনা পজিটিভ রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছে মঙ্গলবার রাতে। তিনি আরো বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির আত্মীয়ের বাসাসহ তার গ্রামের বাড়ি লকডাউন করা হয়েছে।
এছাড়াও মৃত ওই ব্যক্তির সংস্পর্শে আসা আত্মীয়-স্বজনদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ২৪৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে একজন মৃত ব্যক্তিসহ পরীক্ষায় এ পর্যন্ত ১৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।