স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দাদার মৃত্যুশোক চেপে অপরাজিত ডাবল সেঞ্চুরি হাঁকান জাতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ওয়াল্টন সেন্ট্রাল জোনের হয়ে সাউথ জোনের বিপক্ষে অপরাজিত ২৫৩ রান করেন তিনি।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সেন্ট্রাল জোন-সাউথ জোনের খেলায় আজ রোববার তৃতীয় দিন এই কীর্তি গড়েন শান্ত। গতকাল (১৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে যখন নামছেন তখন শান্তর মন খুব খারাপ ছিলো। শুক্রবার রাতে তার দাদা মারা যান। সরাসরি ফ্লাইটের ব্যবস্থা না থাকায় যাওয়া সম্ভব হয়নি। মৃত্যুশোক বুকে নিয়েই খেলেছেন তিনি। এদিকে শান্তর দাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দলটির ম্যানেজার মিল্টন মাহমুদ।
প্রথম ইনিংসে মাত্র ৮ রান করলেও দ্বিতীয় ইনিংসে খেলেতে নেমে ১৫৩ বলে ১২টি চারের মারে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। অপরাজিত থেকে দিন শেষ করে তৃতীয় দিনে খেলতে নেমে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন। ২০০ রান করতে বল খেলতে হয়েছে মাত্র ২৯১টি। তাকে পরাস্ত করতে পারেননি সাউথ জোনের কোনো বোলারই। শান্তর যখন ২৫৩ তখন ৩৮৫ রানে ইনিংস ঘোষণা করে সেন্ট্রাল জোনের অধিনায়ক।
সেন্ট্রাল জোন প্রথম ইনিংসে ২৩৫ রান করে। সাউথ জোন খেলতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১১৪ রান করে ইনিংস ঘোষণা করে চমকে দেয়। দ্বিতীয় ইনিংসে ৩৮৫ রানের ইনিংস ঘোষণা করে সেন্ট্রাল জোন। ৫০৭ রানের বিশাল টার্গেট নিয়ে ব্যাট করছে সাউথ জোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।