জুমবাংলা ডেস্ক : ফেনীর সোনাগাজীর প্রকৌশলী বেলায়েত হোসেন (৫৭) মারা যাওয়ার ১২ দিন পর জানা গেলো তিনি করোনায় আক্রান্ত ছিলেন। ১২ জুন রাতে ঢাকার খিলগাঁওয়ের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
বেলায়েত হোসেন বাংলাদেশ ক্ষুদ্র শিল্প করপোরেশনের (বিসিবি) প্রধান কার্যালয়ের প্রকৌশলী ছিলেন। ১৩ জুন সকালে স্বজনেরা সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফন করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উৎপল দাস বলেন, বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া রিপোর্ট জানা যায় তিনি করোনা পজিটিভ ছিলেন।
নিহতের ভাগনে সোহেল আজাদ বলেন, মামা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। ১২ জুন রাতে বাসায় হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার করোনার কোনও উপসর্গ না থাকায় স্বাভাবিকভাবে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লোকজন এসে নমুনা নিয়ে গিয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।