মৃত্যুশূন্য দিন পার করল দেশের ৬ বিভাগ

জুমবাংলা ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণ’ঘা’তী ক’রো’নাভাই’রাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯০৪ জনে।

একই সময়ে নতুন করে ২০৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জন।

আজ (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫৩০ টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২০৬ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ২ জন ও চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছেন।