আন্তর্জাতিক ডেস্ক : আল-আরাবিয়ার বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর স্প্যানিশ ফ্লুর, যা গ্রেট ইনফ্লুয়েঞ্জা মহামারি হিসেবে খ্যাত, তথ্য খুঁজে বের করার কাজ করে যাচ্ছেন হার্ভার্ড ইউনিভার্সিটির ম্যাক্রোইকোনোমিস্ট রবার্ট ব্যারো। তার নেতৃত্বেই ভাইরাস সংক্রমণ মোকাবেলায় লকডাউনের কার্যকারিতা নিয়ে গবেষণাটি পরিচালিত হচ্ছে।
গবেষণা থেকে তিনি তিনটি উপায়ের কথা জানতে পেরছেন- যা দিয়ে মহামারি ঠেকানো সম্ভব হবে কোনো চিকিৎসা ছাড়াই। রবার্ট ব্যারো বলেন, প্রথমটি স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, দ্বিতিয়টি গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা, তৃতীয়ত, যথাযথ উপায়ে কোয়ারেন্টাইন পালন করা।
তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের ৪৩টি শহরে লকডাউন থাকা অবস্থায় মহামারির পরিস্থিতি পর্যালোচনা করেছি। এতে দেখা গেছে ১৯১৮ সালের মহামারি থেকে ভাইরাসের সংক্রমণ কম হয়েছে। এর অন্যতম কারণ সঠিক পদ্ধতিতে ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়া।
তিনি আরো বলেন, গবেষণায় দেখা গেছে, চার থেকে ছয় সপ্তাহের লকডাউন থেকে ১২ সপ্তাহের লকডাউন বহুগুণে কার্যকর। এ সময়ের মধ্যে কমিউনিটি সংক্রমণ একেবারে ধ্বংস হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



