বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃ*ত্যু ঘিরে আরেকবার বিতর্ক সৃষ্টি হওয়ার পর মুখ খুলতে বাধ্য হয়েছেন তার স্বামী বনি কাপুর। তার দাবি, অভিনেত্রীর মৃ*ত্যু নিয়ে যেটি বলা হচ্ছে তা গুজব।
বনি বলছেন, ‘এ ধরনের মনগড়া গল্প ভবিষ্যতেও শোনা যাবে। তাই আলাদা করে এগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন বলে মনে করি না আমি।’
সম্প্রতি শ্রীদেবীর মৃ*ত্যু নিয়ে প্রশ্ন তোলেন কেরালা জেলের ডিজিপি ঋষিরাজ সিং। জানান, তার বন্ধু ড. উমাদাথন অভিজ্ঞ ফরেনসিক বিশেষজ্ঞ। তার কাছেই কৌতূহলের বশে শ্রীদেবীর মৃ*ত্যুর কারণ জানতে চান। তখনই বিস্ফোরক মন্তব্য করেন উমাদাথন।
তার ভাষ্য, ‘আমার অনুমান, সম্ভবত এই মৃ*ত্যু স্বাভাবিক নয়। আবার দুর্ঘটনাজনিত মৃ*ত্যুও নয়। হতে পারে শ্রীকে খুন করা হয়েছে।’
‘শ্রীদেবীর মৃ*ত্যু যেভাবে হয়েছে, কোনও মানুষ সেভাবে এক ফুট জলে ডুবে মারা যেতে পারে না, তা তিনি যতই মদ্যপান করুন না কেন। বাস্তবে এটা প্রায় অসম্ভব। একমাত্র কেউ যদি তার পা এবং মাথা জলে ডুবিয়ে চেপে রেখে দেয়, তাহলেই এভাবে মৃ*ত্যু ঘটতে পারে কোনও ব্যক্তির।’
এদিকে ঋষিরাজের বক্তব্যকে নিছক অনুমান বলে উড়িয়ে দিয়েছেন বনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।