আন্তর্জাতিক ডেস্ক : চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এখন পর্যন্ত ভাইরাসটিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বৃদ্ধ ও অসুস্থরা। তাদের মধ্যেই করোনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি। ফলে, নতুন আতঙ্ক ভর করেছে বয়স্কদের মধ্যে।

মৃত্যুর দ্বারপ্রান্তে, সবারই নতুন করে বাঁচার সাধ জাগে। মৃত্যু পথযাত্রীদের কাছে পৃথিবীর সবকিছুই নতুন রঙ ছড়ায়, সাধ জাগে আরেকবার ছুঁয়ে দিতে। যৌবনে যা দেখতে ইচ্ছা হয়নি, শেষবেলায় সেটাই মনে হয় স্বর্গীয় দৃশ্য।
উহানে করোনা আক্রান্ত এক বৃদ্ধের মনেও হয়তো তেমনই কোনও ভাবনা এসেছিল। তা নাহলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে সূর্যাস্ত দেখার সাধ জাগবে কার!
সম্প্রতি উহানের ওই বৃদ্ধের সূযাস্ত দেখার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে। ছবিতে দেখা যায়, চীনের উহান হাসপাতালের বাইরে বেডে শুয়ে সূর্যাস্ত উপভোগ করছেন এক বৃদ্ধ!
হাসপাতাল সূত্রে জানা যায়, ৮৭ বছরের ওই বৃদ্ধ করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। প্রায় একমাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থার উন্নতি না হওয়ায় সম্প্রতি তাকে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হচ্ছিল। ভবনের বাইরে যেতেই বৃদ্ধ কাতরকণ্ঠে অনুরোধ জানান, সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে, যেন তিনি আরেকবার মনভরে সূর্যাস্ত দেখতে পারেন।
বৃদ্ধের কথা মেনেও নেন সঙ্গে থাকা তরুণ চিকিৎসক। পরে দু’জনেই উপভোগ করেন সেদিনের সূর্যাস্তের অপরূপ দৃশ্য। এ ঘটনারই ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ছবিটি।
বৃদ্ধের অনুরোধ শোনায় অনেকেই ওই চিকিৎসককে ধন্যবাদ জানিয়েছেন। কেউ আবার এটিকে সহমর্মিতার অনন্য উদাহরণও বলছেন।
এদিকে করোনা ভাইরাসে বিশ্বজুড়ে নিহত হয়েছে ৩ হাজার ৬০০ জন। শুধু চীনেই মৃতের সংখ্যা ৩ হাজার ৯৭ জন। চীনের বাইরে নিহত হয়েছে ৫০৩ জন।
এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬ হাজার ১৬৭ জনে দাঁড়িয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৬৯৬ জন। চীনের বাইরে ২৫ হাজার ৪৭১ জন। আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত মোট ৬০ হাজার ১৯০ জন সুস্থ হয়েছে।
রবিবার সকালে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, চীনে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪৫ জন এবং মারা গেছে ২৭ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৮০ হাজার ৬৯৬ জন এবং মারা গেছে ৩ হাজার ৯৭ জন।
হুবেই প্রদেশের রাজধানী উহান, সেখানাকার একটি জীবন্ত প্রাণী বিক্রির বাজার থেকে ভাইরাসটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চীন হুবেই প্রদেশকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ওই অঞ্চলের সাথে সকল ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন যে পরিমাণ আক্রান্তের খবর আসছে, তাতে আক্রান্তের আসল খবর জানা যাচ্ছে না।কারণ, ভাইরাসে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছে, শুধু তাদের হিসেব পরিসংখ্যানে ধরা হচ্ছে। তাই এর প্রকৃত হিসেব বের করা বা জানা খুবই কঠিন ব্যাপার, যা আরেকটি আশঙ্কার কারণ।
চীনের সবগুলো প্রদেশসহ বিশ্বের ১০৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চীনের বাইরে এ পর্যন্ত ২৫ হাজার ৪৭১ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় ৭ হাজার ১৩৪ জন। যা চীনের বাইরে সর্বোচ্চ।
ভাইরাস সংক্রমণের কারণে চীন ভ্রমণে সতর্কতা, নিষেধাজ্ঞা জারি এবং কড়াকড়ি আরোপ করেছে অনেক দেশ। ভারত, সিঙ্গাপুর, শ্রীলঙ্কাসহ অনেক দেশ চীন থেকে আগত যাত্রীদের ভিসা বাতিল করেছে।ভাইরাসের কারণে, বিশ্বের অনেক দেশ তাদের নাগরিকদের চীন ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। চীনে অধিকাংশ বিমান সংস্থার ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফ্রান্সসহ আরও অনেক দেশ তাদের নাগরিকদের চীন থেকে সরিয়ে নিচ্ছে।
এছাড়া, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে (কোভিড-১৯) চীনে ৮ স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া চীনে ৩ হাজার স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছেন।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের সহকারী পরিচালক জেং ইজিন জানান, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এরইমধ্যে ৮ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এছাড়া ৩ হাজার জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। যা ভাইরাসটিতে মোট আক্রান্ত রোগীদের ৩ দশমিক ৮০ শতাংশ। এর মধ্যে হুবেই প্রদেশে রয়েছে ২ হাজার ৫০২।
গত ডিসেম্বরে চীনে উদ্ভূত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।এখন পর্যন্ত চীনের বাইরে বিশ্বের ১০৩টি দেশে ২৫ হাজার ৪৭১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুধু চীনেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৬৯৬ জন।
যেসব দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে-
নিহত হওয়া দেশগুলোর মধ্যে ইটালিতে ২৩৩, ইরানে ১৪৫, দক্ষিণ কোরিয়ায় ৫০, যুক্তরাষ্ট্র ১৯, ফ্রান্স ১৬, স্পেন ১০, জাপান ৬, ডায়মন্ড প্রিন্সেস জাহাজে ৬, ইরাক ৪, হংকং ২, অস্ট্রেলিয়া ৩, যুক্তরাজ্য ২, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, ফিলিপাইন, থাইল্যান্ড, সান ম্যারিনো, আর্জেন্টিনা ও তাইওয়ানে ১ জন করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


